1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান শহীদদের রক্তের ঋণ শোধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন তারেক রহমান সোমবার হাদিকে থাইল্যান্ডে নিতে চায় পরিবার তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর আয়েবা সভাপতি ড. জয়নুল আবেদিনের মৃত্যুতে মহাসচিব এনায়েত উল্লাহর শোক বাংলাদেশের প্রথম ‘সার্টিফায়েড ব্রডকাস্ট টেকনোলজিস্ট’ সালাউদ্দিন সেলিম এফবিসিসিআই–কে আধুনিকীকরণ: ডিজিটাল ট্রান্সফরমেশনের পথে যাত্রা ব্যবসা-বাণিজ্যের পরিসরে তিনি একজন স্বপ্ন-অনুসন্ধিৎসু নারী ফ্রান্সে বিএনপি’রর প্রাথমিক সদস্য গ্রহণের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত ফ্রান্সে সিলেটবাসীর ৮ দফা’র প্রতি সংহতি প্রকাশ

আয়াতের খুনে ফের সাত দিনের রিমান্ডে আবির

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: দেশে চাঞ্চল্যসৃষ্টি করা সাত বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে ছয় টুকরো করে সাগরে ভাসিয়ে দেয়ার ঘটনায় গ্রেফতার হওয়া আবির মিয়ার দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার তাকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম আবদুল হালিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুনানি শেষে আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক মনোজ দে বলেন, প্রথম দফায় জিজ্ঞাসাবাদে কিছু তথ্য দিয়েছেন। সেগুলো যাচাই বাছাই করছি। আরো তথ্যের জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাই ফের রিমান্ড চাওয়া হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী সেলিম উল্যাহ বলেন, ‘প্রথম দফায় দুই দিনের রিমান্ড শেষে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

এদিকে, সোমবার আবিরকে আদালতে নেয়া হলে শতাধিক মানুষ উপস্থিত হন আদালত প্রাঙ্গণে। আবিরকে দেখে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা এক পর্যায়ে মারতে‌ও যান। শুনানি শেষে আদালত থেকে বের করার সময়ও মানুষের মধ্যে আরেক দফা উত্তেজনা ছিল। পরে পুলিশের উপস্থিতিতে তাকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

বাদীপক্ষের আইনজীবী সেলিম উল্যাহ চৌধুরী বলেন, ‘আদালত কক্ষে আনার সময় এবং শুনানি শেষে চলে যাওয়ার সময় জনতা ক্ষিপ্ত হয়ে তাকে মারধরের চেষ্টা করেছিল। তবে অতিরিক্ত পুলিশ উপস্থিত থাকায় কিছু করতে পারেনি।’

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকায় আরবি পড়তে গিয়ে নিখোঁজ হন আয়াত। এ ঘটনার পর ইপিজেড থানায় সাধারণ ডায়েরি করে তার বাবা সোহেল রানা। নিখোঁজের ১০ দিন পর আবির মিয়া নামে এক যুবককে গ্রেফতার করে পিবিআই। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আয়াতকে ছয় টুকরো করে খুন করে লাশ সাগরে ভাসিয়ে দেয়ার কথা স্বীকার করেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys