1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন

আর্জেন্টিনার ১৬ বছরের গোলখরা কাটবে?

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক: আর্জেন্টিনা- কার্যত হতাশায় ঘেরা একটি দল। বড় মঞ্চে শিরোপার খরা বহুদিন ধরে চলছে আলবিসেলেস্তাদের। ১৯৮৬ বিশ্বকাপের পর আর কোনো বৈশ্বিক আসরে শিরোপা জেতা হয়নি তাদের। নিজ মহাদেশিয় টুর্নামেন্টের শিরোপাও জিতেছে ২৮ বছর আগে। এরই মাঝে বেশ কয়েকটি টুর্নামেন্টের ফাইনালে উঠলেও শিরোপা অধরাই থেকে গেছে লিওনেল মেসিদের। তবে অবিশ্বাস্য হলেও সত্য ২০০৫ সালের পর কোনো আসরের ফাইনালে গোল পায়নি আর্জেন্টিনা।

ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা সবশেষ গোলের দেখা পেয়েছিলো কনফেডারেশন্স কাপে ব্রাজিলের বিপক্ষে। তাও আবার ১৬ বছর আগে। সেবার ব্রাজিল তাদের ৪-১ গোলের ব্যবধানে উড়িয়ে দেয়। এরপর কোপার দুই আসর ও বিশ্বকাপের ফাইনালে উঠলেও গোলের দেখা পায়নি মেসি-আগুয়েরোরা।

২০০৭ সালের কোপা আমেরিকার ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। সেখানেও ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরেছে তারা। ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। সেবারও ১-০ গোলে হেরে বিদায় নেয় তারা। পরের দুই বছর চিলির সঙ্গে কোপার ফাইনাল গোল শূন্য ড্র হলে টাইব্রেকারে হেরে বিদায় নেয় মেসিরা।

এবার আরও একবার কোপা ফাইনালে মেসিরা। ব্রাজিলের রিও দে জেনেইরোর মারাকানাতেই আগামী রোববার সকাল ৬টায় শিরোপা নির্ধারণী ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ফাইনালে চলা গোল খরা, সাফল্য খরা কাটবে কিনা, তা সময়ই বলে দেবে।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys