1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিভি জমার মধ্য দিয়ে ফ্রান্স বিএনপি নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে হতাশা প্রকাশ ভারতের রহস্যজনক মৃত্যু ‘কাটা লাগা’খ্যাত শেফালির আবারো ইরান হামলার হুমকি ট্রাম্পের! ষড়যন্ত্র আর নোংরামি আর যেসব অভিযোগ এনে ‘বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম’ ছাড়লেন উমামা প্যারিসে বর্ণিল আয়োজনে স্বরলিপি শিল্পী গোষ্ঠীর মনোমুগ্ধকর বৈশাখী মেলা ফ্রান্সে স্থায়ী হওয়ার দারুণ সুযোগ, দেখুন আবেদন প্রক্রিয়া ফ্রান্সের সিনেট ভবন পরিদর্শনে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের দল ফ্রান্স বিএনপির আয়োজনে শহীদ জিয়ার ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন সাফ আয়োজিত প্যারিসে ৬ষ্ঠ বারের মতো বাণিজ্য মেলা ‘ঈদ বাজার ২০২৫’

আমার ছবি বিকৃত করে পর্নসাইটে দেওয়ার হুমকি: স্বস্তিকা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

নিউজ ডেস্ক: টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় প্রায়ই নানা বিস্ফোরক মন্তব্য করে খবরের শিরোনামে আসেনন। এবার ‘শিবপুর’ ছবির প্রযোজকদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের সঙ্গে আলাপকালে এ অভিযোগ তোলেন স্বস্তিকা।

‘শিবপুর’ ছবির দুই প্রযোজক সন্দীপ সরকার এবং অজন্তা সিংহ রায়। এর মধ্যে সন্দীপ যুক্তরাষ্ট্রপ্রবাসী। স্বস্তিকা বলেন, ‘চুক্তিপত্রে অজন্তা সিংহের স্বাক্ষর ছিল। সন্দীপ সরকার যে আরও একজন প্রযোজক, সেটা তো এখন জানতে পারলাম! গত এক মাস ধরে সন্দীপ সরকার আমাকে ইমেইলে হুমকি দিচ্ছেন। প্রথমে কিছু বলিনি। কিন্তু শেষে ধৈর্যের বাঁধ ভাঙতে আমি পুলিশে অভিযোগ জানাতে বাধ্য হলাম।’

গত ২১ মার্চ কলকাতার গলফ গ্রিন থানায় এ বিষয়ে অভিযোগ করেছেন স্বস্তিকা। ঠিক কী ধরনের হুমকি দেওয়া হয়েছে- এ প্রশ্নে স্বস্তিকা বলেন, ‘বলে শেষ করতে পারব না! আমি সহযোগিতা না করলে আমাকে পুলিশে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে আমার নামে অভিযোগ করা হবে। মার্কিন দূতাবাসে অভিযোগ জানিয়ে আমার ভিসা বন্ধ করা হবে। যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হবে না— এ রকম চলতেই থেকেছে।’

কিন্তু তাকে কেন হুমকি দেওয়া হচ্ছে- এ প্রশ্নে এ অভিনেত্রী বলেন, ‘আমি জানি না। আমি নাকি ওদের থেকে টাকা চেয়েছি! কিন্তু চুক্তির বাইরে একটা টাকাও আমি নিইনি। আমাকে নাকি যোগাযোগ করে পাওয়া যায়নি। আরে, তা হলে আমার ম্যানেজার রয়েছেন কেন? মুম্বাইতে দিনের পর দিন কাজ করছি। ওখানে তো ‌অভিনেতার ম্যানেজারই সবকিছু নিয়ন্ত্রণ করেন।’

তবে এখানেই অভিযোগ শেষ নয় স্বস্তিকার। তিনি জানালেন, তার ছবি বিকৃত করে পর্ন ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ওই প্রযোজক। স্বস্তিকার কথায়, ‘আমার ছবি বিকৃত করে সেই নগ্ন ছবির স্যাম্পল (নমুনা) ইমেইলে পাঠিয়েছিলেন সন্দীপ সরকারের এক পরিচিত।’

তিনি জানান, এই ব্যক্তি ইমেইলে নিজেকে একজন ‘হ্যাকার’ দাবি করেছেন। সেই প্রসঙ্গ টেনে স্বস্তিকা বললেন, ‘‘ওই ব্যক্তি সরাসরি লিখেছেন, সন্দীপ তার পরিচিত এবং আমি নাকি ওকে হেনস্থা করছি। আমি সহযোগিতা না করলে সেই ছবি পর্ন সাইটে আপলোড করে দেওয়ার কথা বলেছেন।’ এত কিছুর পরেও সন্দীপ নাকি স্বস্তিকার কাছে দাবি করেছেন যে, তিনি যা করেছেন ঠিক করেছেন!

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys