নিউজ ডেস্ক: গেল ২৬শে জানুয়ারি রোববার প্যারিসের পন্থার গির্জার হলের সন্ধ্যাটি ছিল একেবারেই অন্যরকম আমাদের কথা পরিবারের জন্য।
ইউরোপের জনপ্রিয় পত্রিকা আমাদের কথার চতুর্থ বর্ষে পদার্পণ এর অনুষ্ঠানে এত মানুষের জনসমাগম হবে তা কখনোই প্রত্যাশা করা হয়নি। স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ তো বটেই ইউরোপের বিভিন্ন বাংলাদেশী কমিউনিটির নেতাদের উপস্থিতি অনুষ্ঠানে আলাদা মাত্রা এনে দিয়েছিল।
ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির ইতিহাসে তিনটি আঞ্চলিক সংগঠন ও একটি সাংস্কৃতিক সংগঠন কে সম্মাননা প্রদান করার মত উল্লেখযোগ্য বিষয় ছিল এই অনুষ্ঠানে। যার মধ্যে সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতি গত ৩০ বছর থেকে কমিউনিটি ও প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। পাশাপাশি ঢাকা ও বরিশাল বিভাগও কাজ করছে প্রবাসীদের কল্যাণে।
এদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির সাথে সম্পৃক্ত রাখতে ও পরিচয় করিয়ে দিতে কাজ করে যাচ্ছে স্বরলিপি শিল্পীগোষ্ঠী। অনুষ্ঠানে এই সংগঠনকে সম্মাননা প্রদান করাও উল্লেখ করার মতো একটি বিষয় ছিল।
ফ্রান্সের দুর্বোধ্য ভাষাকে সহজ করে বাংলা ভাষায় ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে অটো ইকোল
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে। তাদেরকে আমরা সম্মাননা প্রদান করেছি।
এই প্রাপ্তির মধ্য দিয়ে তারা আরও দুর্বার গতিতে কাজ করবে কমিউনিটির কল্যাণে এটা আমাদের প্রত্যাশা ।
বিশেষ ভাবে ধন্যবাদ জানাচ্ছি অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন আয়েবার সকল সদস্য, সদস্যাবৃন্দকে । তাদের উপস্থিতি এই অনুষ্ঠানের গুরুত্ব অনেকগুণ বাড়িয়ে দেয়। সেই সাথে সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগ, স্থানীয় আওয়ামী লীগ ,বিএনপি, সাংবাদিক নেতৃবৃন্দ ,আঞ্চলিক সংগঠন ,সাংস্কৃতিক সংগঠনসহ উপস্থিত সকল বাংলাদেশীদের আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
কথা দিচ্ছি- “আপনাদের কথাই আমাদের কথা” আমরা এই শ্লোগানে অটুট থাকব।
মোঃ লুৎফুর রহমান বাবু
প্রধান সম্পাদক
ফাতেমা খাতুন মরিয়ম
প্রকাশক