নিউজ ডেস্ক: কিলিয়ান এমবাপ্পে নায়ক হতে পারেননি। উল্টো তিন তিনটা গোল করে দলকে শিরোপা দৌড়ে রাখা এমবাপ্পে কাতার বিশ্বকাপে হয়েছেন ট্র্যাজিক হিরো।
এবারের আসরে সর্বোচ্চ আট গোল করে এমবাপ্পে পেয়েছেন গোল্ডেন বুট। তবুও টাইব্রেকারে স্বপ্ন ভাঙায় সেই উদযাপন করা হয়নি। তবে দিন না ঘুরতেই নীরতা ভাঙলেন এই তরুণ ফরাসি স্ট্রাইকার।
সামাজিকমাধ্যমে নিজের গোল্ডেন বুট হাতে ছবি আপলোড দিয়ে ছোট ক্যাপশনে লিখেছেন, ‘আমরা ফিরে আসব।’
ফিরে আসার যথেষ্ট সময় অবশ্য এমবাপ্পের হাতে আছে। কারণ বয়স তো কেবল ২৩। আরও দু-তিনটে বিশ্বকাপ তিনি অনায়াসে খেলতে পারবেন।
৫৬ বছর পর বিশ্বকাপের কোনো ফাইনালে হ্যাটট্রিক। এরপর টাই-ব্রেকারেও প্রথমে লক্ষ্যভেদ করে দলকে লিড এনে দেন কিলিয়ান এমবাপেকে। কিন্তু এরপরও হারতে হয়েছে ফ্রান্সকে। মাথা নত করেই মাঠ ছাড়তে হয়েছে ২৩ বছর বয়সী এ তরুণকে।