হুসাইন মুহাম্মাদ: এক অলঙ্ঘনীয় দহন থাকে কবিতার। চাইলেও তাকে এড়ানো যায় না। অথবা ছন্দিত শব্দমালা রক্তে মিশে গেলে অনিবার্য দহন নিয়েই বাঁচতে হয়। এ দহন সৃষ্টির।
পাঠক, কথাগুলো আমার লেখা নয়। এই চমৎকার কথাগুলো কবি ‘খান মুহাম্মদ রুমেল, তার “দুঃখ ফোঁটার দিনে আমি তোমার হয়ে যাই” (কবিতার) বইয়ের ভূমিকায় লিপিবদ্ধ করেছেন।
তিনি ২৭শে মার্চ ঢাকা ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরুষ্কার অর্জন করে। চ্যানেল আইয়ে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এ বছর “দুঃখ ফোঁটার দিনে আমি তোমার হয়ে যাই” কবিতার বইয়ের জন্য, কবিতার তরুণ শাখায় পুরস্কার পেলেন কবি খান মুহাম্মদ রুমেল।
প্রায় ৭০টি কবিতা নিয়ে প্রকাশিত এই বইটির মূল্য ৩০০ টাকা। বইটির উদ্বোধনী কবিতার নামঃ আকাশ হওয়ার দিনে আর শেষের কবিতা আহারে প্রত্যাখ্যান।
আমি এ বছর লেখক “খান মুহাম্মদ রুমেল” এর ২টি বই সম্পূর্ণ পড়েছি। গল্পের “অন্ধ তিরন্দাজ” আর কবিতার “দুঃখ ফোঁটার দিনে আমি তোমার হয়ে যাই” বইগুলো। আমার এর আগে বই পড়ার আগ্রহ তেমন ছিলো না। কিন্তু কবি রুমেলের এই ২টি বই পড়ার পর থেকে, শুধু বই পড়তে ইচ্ছে করে।
সব-ই তার লেখার দক্ষতা। কবি আপনার জন্য ছোট্ট একটি কথা;
– আপনি প্রিয় সাংবাদিক
আপনি প্রিয় সঞ্চালক!
– আপনি প্রিয় লেখক
আপনি প্রিয় কবি!
– পেয়েছেন
ঢাকা ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরুষ্কার!
– ভবিষ্যতে পাবেন
রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত স্বাধীনতা পুরুষ্কার!
– এটাই প্রত্যাশা