1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে শিশুতোষ ‘ইপিএস কমিউনিটি মেধা অন্বেষণ’ অনুষ্ঠান সম্পন্ন অভিভাবক সমাবেশে শিক্ষার আলো ছড়াল বাংলাদেশ কমিউনিটি মসজিদ প্যারিসে ২৫তম ট্রপিক্যাল কার্নিভাল উদযাপন ফ্রান্সের চাহিদাসম্পন্ন পেশার জন্য দরকারি তথ্য সিভি জমার মধ্য দিয়ে ফ্রান্স বিএনপি নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে হতাশা প্রকাশ ভারতের রহস্যজনক মৃত্যু ‘কাটা লাগা’খ্যাত শেফালির আবারো ইরান হামলার হুমকি ট্রাম্পের! ষড়যন্ত্র আর নোংরামি আর যেসব অভিযোগ এনে ‘বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম’ ছাড়লেন উমামা প্যারিসে বর্ণিল আয়োজনে স্বরলিপি শিল্পী গোষ্ঠীর মনোমুগ্ধকর বৈশাখী মেলা

স্কুল খুলছে ফ্রান্সে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২০

নিউজ ডেস্ক: করোনার প্রাদুর্ভাব কমে আসায় আগামী সোমবার থেকে ধীরে ধীরে স্কুল খুলে দিচ্ছে ফ্রান্স। শিক্ষামন্ত্রী জিন মিচেল ব্লানকুয়ের গণমাধ্যমে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, শিক্ষার্থীরা কোথায় বসবাস করে এবং আরও কিছু বিষয় বিবেচনা করে স্কুলগুলো খুলে দেয়া হবে।

ফলে দীর্ঘদিন পর স্কুলে ফিরতে পারবে ফ্রান্সের শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রাইমারি স্কুল সোমবার থেকেই খুলে দেয়া হবে। তবে প্রতি ক্লাসে ১৫ জন শিক্ষার্থী থাকবে। এর বেশি শিক্ষার্থী কোনো ক্লাসেই অংশ নিতে পারবে না।

মাধ্যমিক স্কুলের জন্য কিছু শর্তারোপ করা হয়েছে। শিক্ষামন্ত্রী জিন মিচেল জানিয়েছেন, যেসব এলাকা গ্রীন জোনের আওতায় অর্থাৎ যেখানে সংক্রমণ ইতোমধ্যেই কমে গেছে সেখানকার শিক্ষার্থীরা আগামী ১৮ মে থেকে স্কুলে ফিরতে পারবে।

কিন্তু যেসব এলাকা এখনও রেড জোনের আওতায় রয়েছে সেসব এলাকার শিক্ষার্থীরা এখনই স্কুলে ফিরতে পারছে না। কারণ সেখানে এখনও সংক্রমণ কমেনি। তাই সেসব জায়গায় মাধ্যমিক স্কুল আরও পরে খোলা হবে।

তিনি আরও জানিয়েছেন যে, হাইস্কুলগুলো কমপক্ষে জুনের শুরু পর্যন্ত বন্ধই থাকছে। তার আগে হাই স্কুলের শিক্ষার্থীরা স্কুলে ফিরতে পারছে না।

জিন মিচেল বলেন, স্কুলগুলোতে একই সময়ে সব শিক্ষার্থীকে ক্লাসের সুযোগ দেয়া যাচ্ছে না। ফলে কিছু শিক্ষার্থী প্রাধান্য পাবে। বিশেষ করে প্রতিবন্ধী শিশুরা, হেলথ কেয়ার বা জরুরি সেবাদানে নিয়োজিত লোকজনের সন্তানরা এবং যাদের স্কুল থেকে ঝরে পড়ার ঝুঁকি রয়েছে তাদের প্রাধান্য দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys