1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:১০ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত যুবককে গুলি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে এক বাংলাদেশি বংশোদ্ভুত যুবকের মাথায় গুলি করেছে দুর্বৃত্তরা। আহত ওই যুবকের নাম ইরন আলী।

গতকাল মঙ্গলবার দেশটির স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে নেলসন স্ট্রিটে নিজ বাসার সামনে তিনি গুলিবিদ্ধ হন।

ওই যুবকের পরিবার সূত্রে জানা গেছে, আহত ইরনের আলীর আশাঙ্কাজনক। মাথায় গুলি লাগায় ইতিমধ্যে ওই যুবকের ব্রেইন ডেমেইজ হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাকে রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পরপরই নেলসন স্ট্রিট বন্ধ করে রাখা হয়েছে।

পুলিশ ওই স্ট্রিটের বাসিন্দা ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছে এই স্ট্রিটে এ ধরনের ঘটনা আর কখনও ঘটেনি।

আহত ওই যুবকের পরিবার আরও জানায়, মাথায় গুলিবিদ্ধ যুবক তার পরিবারের সদস্যদের জন্য বাইরে থেকে খাবার কিনে ঘরে প্রবেশের মুহূর্তে পূর্ব থেকে ওতপেতে থাকা দুস্কৃতিকারী তাকে গুলি করে পালিয়ে যায়।

এদিকে পূর্ব লন্ডনের ইলফোর্ডে ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। তার বয়স ১৯ বছর। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৮টায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশের ধারণা, এটি গ্যাং ফাইটের কারণে হতে পারে। এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys