নিউজ ডেস্ক: মার্কিন যাত্রীবাহী জাহাজে করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে। জাহাজটিতে এ প্রাণঘাতি ভাইরাসে আক্রান্ত হয়েছে অন্তত ৬৫ জন। জাহাজটি জাপানের ইয়োকোহামায় নোঙর করেছে। জাহাজটিতে আটকে পড়েছে ৬ বাঙালিসহ ১২০ জন ভারতীয়। আটকে পড়াদের জন্য উত্কণ্ঠায় পরিবার। উদ্ধারের জন্য ভারতীয় সরকারের কাছে আবেদন জানিয়েছেন তারা।
জাহাজটিতে আটকে পড়া একজন বাঙালি কর্মী উদ্ধারের জন্য আকুল আর্জি জানিয়েছেন। এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি।