নিউজ ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ শরিফ অভিযোগ করেছেন, কারাগারে তার সেল ও বাথরুমে ক্যামেরা স্থাপন করেছিল কর্তৃপক্ষ। খবর জিও টিভির।
চৌধুরী সুগার মিল মামলায় মরিয়ম গেল বছর গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তারের পর তিনি কী কী ঝামেলার মুখোমুখি হয়েছিলেন, সে কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান মরিয়ম। পিএমএল-এন-এর ভাইস প্রেসিডেন্টের ভাষ্য, কারাগারে তার সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছিল।
মরিয়ম বলেন, তিনি দুবার জেলে গেছেন। জেলে তিনি কেমন ব্যবহার পেয়েছেন, তা যদি তিনি বলেন, তাহলে সরকারের মুখ দেখানোর সাহস থাকবে না। বিবিসি উর্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে মরিয়ম বলেছেন, পাকিস্তানের সেনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ব্যাপারে তার দল খোলা মনের অবস্থানে রয়েছে।
এ প্রসঙ্গে মরিয়ম বলেন, ‘সেনাবাহিনী আমার প্রতিষ্ঠান। আমরা অবশ্যই কথা বলব। কিন্তু তা সংবিধানের মধ্যে হতে হবে।’ মরিয়ম বলেন, তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরোধী নন। কিন্তু গোপনে কোনো আলোচনা হবে না। মরিয়ম বলেন, পাকিস্তান বা অন্য যে কোনো স্থানের নারী হোক, এখন তারা আর দুর্বল নয়।
উল্লেখ্য, চৌধুরী চিনিকল দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে গত ৮ আগস্ট তাকে গ্রেপ্তার করেছিল দেশটির ন্যাশনাল ব্যুরো অব অ্যাকাউন্টিবিলিটি। অভিযোগে বলা হয় মরিয়মকে অবৈধভাবে চিনিকলটির শেয়ার দেয়া হয়েছে। অন্যদিকে কলটির চিনি রপ্তানি করা হয়েছে দেখিয়ে অর্থও আত্মসাৎ করা হয়েছে।