1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন

ভারতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকা ২৩ বাংলাদেশি ফিরছেন কাল

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: ভারতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর শনিবার (১৪ মার্চ) দেশে ফিরছেন চীনের উহান ফেরত ২৩ বাংলাদেশি নাগরিক। তাদের কারো শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি। মূলত এরপরই দেশে ফেরার অনুমতি দিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত বৃহস্পতিবার (১২ মার্চ) দিল্লিতে এসব বাংলাদেশি নাগরিকের প্রয়োজনীয় মেডিকেল চেকআপ হয়। এই ২৩ জন বাংলাদেশির মধ্যে বেশিরভাগই ছাত্র-ছাত্রী। তাদের সঙ্গে শিশুও রয়েছে।

চীনে করোনা ভাইরাস ব্যাপকহারে ছড়িয়ে পড়ার পর ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইট চলতি বছরের ১ ফেব্রুয়ারি উহান থেকে ৭৬ ভারতীয় নাগরিকের সঙ্গে ৩৬ বিদেশিসহ মোট ১১২ জনকে দিল্লিতে নিয়ে আসে। তাদের সঙ্গেই ভারতে আসেন এই ২৩ বাংলাদেশি।

ভারতে কোয়ারেন্টাইনে থাকা এক শিক্ষার্থী বলেন, ‘ভারতীয় বিমানবাহিনী এবং ভারত সরকার যে অভূতপূর্ব কাজ করেছে সে জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই।’

দলের পক্ষ থেকে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে আটকে থাকায় সবার জন্যই বেদনাদায়ক এক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে বেইজিংয়ের ভারতীয় দূতাবাস স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করেছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষার্থী চীনের প্রশংসা করে বলেন, ‘আমাদের সুরক্ষিত রাখতে এবং আমাদের স্বাস্থ্যের অবস্থা নিশ্চিত করতে তাদের প্রচেষ্টা নিঃস্বার্থ ছিল। নিজেদের নাগরিকদের মতো বিদেশি নাগরিকদের সঙ্গেও তারা দায়িত্বশীল ও সংবেদনশীলতার সঙ্গে নিয়ন্ত্রণ করেছে। আমরা সব সময় আপনাদের এই সহায়তা মনে রাখব।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys