নিউজ ডেস্ক: ট্রেনের কামরায় দুই যাত্রীর মধ্যে বচসা। তার জেরে চলন্ত ট্রেন থেকে এক যাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল অন্যজনের বিরুদ্ধে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেসে শনিবার রাতে ওই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। খবর আনন্দবাজার পত্রিকার।
ওই ট্রেনেরই অন্য এক সহযাত্রীর তোলা সেই ভিডিও দেখেই অভিযুক্তকে খুঁজছে রেলপুলিশ। তারাপীঠ রোড ও রামপুরহাট স্টেশনের মাঝামাঝি একটা জায়গায় ঘটনাটি ঘটে বলে রেলপুলিশের দাবি।
রেলপুলিশ সূত্রে জানা গেছে, যে যাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় তার নাম সজল শেখ। তাকে রক্তাক্ত অবস্থায় তারাপীঠ রোড ও রামপুরহাট স্টেশনের মধ্যে রেললাইনের ধার থেকে উদ্ধার করা হয়েছে।
তার পর তাকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। গুরুতর জখম সজলের বাড়ি বীরভূমের রামপুরহাট থানার সুদিপুরে।
সজলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার বিষয়টি জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা একলব্য চক্রবর্তী।
ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার দৃশ্য মোবাইলে ক্যামেরাবন্দি করেন ওই কামরার এক মূক ও বধির যাত্রী।
রেলপুলিশ জানিয়েছে, ওই যাত্রীই ট্রেন থেকে নেমে মুরারই থানায় গোটা ঘটনা জানান। ভিডিওটিও পুলিশের হাতে তুলে দেন।
মূক ও বধির যাত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতেই ঘটনার তদন্তে তল্লাশি চালিয়ে সজলকে উদ্ধার করা হয়েছে। তবে কোনো লিখিত অভিযোগ শনিবার মধ্যরাত পর্যন্ত দায়ের হয়নি।