1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০২:৪০ অপরাহ্ন

বাণিজ্য যুদ্ধ চাই না চীনের সাথে : অস্ট্রেলিয়া

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২০

নিউজ ডেস্ক: চীনের সাথে বাণিজ্য যুদ্ধ চায় না অস্ট্রেলিয়া। মঙ্গলবার এ কথা বলেছেন অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী সাইমন বার্মিংহাম।

তিনি মন্তব্য করেন যে, বেইজিং অস্ট্রেলিয়ান বার্লিতে কঠোর শুল্ক আরোপ করে ভুল করেছে।

তিনি বলেন, করোনাভাইরাসের মহামারির সময়ে এই বিষয়টি শাস্তিযোগ্য, যা খতিয়ে দেখা যায়।

অস্ট্রেলিয়ান বার্লি আমদানির উপর কার্যকরভাবে ৮০ শতাংশেরও বেশি শুল্ক আরোপ করেছে চীন।

চীন জানায় যে, বার্লি উত্পাদনে ভর্তুকি দিয়ে এবং উত্পাদন ব্যয়ের নীচে ফসল বিক্রি করে বিশ্ব বাণিজ্য সংস্থার বিধি লঙ্ঘন করেছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া থেকে গরুর মাংস আমদানি নিষিদ্ধ করার এক সপ্তাহ পরে এ পদক্ষেপ নিয়েছে চীন ।

অস্ট্রেলিয়ার বাণিজ্য মন্ত্রী সাইমন বার্মিংহাম সাংবাদিকদের বলেন, বাণিজ্য যুদ্ধে আগ্রহী নয় অস্ট্রেলিয়া। আমরা আমাদের বাণিজ্য নীতিগুলি ‘টিট ফর ট্যাট’ ভিত্তিতে অনুসরণ করি না।

তিনি বলেন, দৃঢ়ভাবে সমর্থন করি এমন বাণিজ্য বিধি অনুসারে কাজ করি আমরা।

বার্মিংহাম বলেন, ডব্লিউটিও-র (বিশ্ব বাণিজ্য সংস্থ) বিধি প্রয়োগে চীন ‘ফ্যাক্ট এন্ড ল’ উভয় ক্ষেত্রেই ভুল করেছে।

তিনি আরও বলেন, অস্ট্রেলিয়া পণ্য ডাম্পিং করছে-এ বিষয়ে কোনো প্রমাণ নেই।

প্রসঙ্গত, এই বাণিজ্য বিরোধ করোনাভাইরাস মহামারি এবং এর উত্স সম্পর্কে আন্তর্জাতিক তদন্তে অস্ট্রেলিয়ার চাপের সাথে মিলে গেছে।

সূ্ত্র : এপি

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys