নিউজ ডেস্ক: কোয়ারেন্টিন এড়াতে তড়িঘড়ি করে ফ্রান্স থেকে যুক্তরাজ্য ফিরে যাচ্ছে পর্যটকরা। শনিবার থেকে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যাওয়া পর্যটকদের উপর কোয়ারেন্টিন দেওয়া হয়েছে তার জেরে এমন সিদ্ধান্ত নিচ্ছে মানুষ।
মোনাকো, মাল্টা, টার্কস, কাইকোস এবং আরুবা থেকে আসা ভ্রমণকারীদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য করা হয়েছে। এরই মধ্যে ট্রেনের টিকিটে সংকট তৈরি হয়েছে আর বিমানে টিকিটের দাম বাড়ছে। এজন্য ফ্রান্স “সতর্কতামূলক ব্যবস্থা” নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
দেশটির পরিবহন সচিব বলছেন, ফ্রান্সে সংক্রমণের শতকরা হার ২০ অতিক্রম করায় এবং সাত দিনের মধ্যে ১ লাখের মত মানুষ আক্রান্ত হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি জানান, ফ্রান্সে ১ লাখ ৬০ হাজারের মত পর্যটক রয়েছেন। যুক্তরাজ্য ফিরে যেতে হুমড়ি খেয়ে পড়েছে মানুষ।