নিউজ ডেস্ক: আল্পস পবর্তমালায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর মধ্যে পাঁচ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফ্রান্সের কর্মকর্তারা।
বিবিসি জানিয়েছে, বেসরকারি কোম্পানির মালিকানাধীন হেলিকপ্টারটি একটি প্রশিক্ষণ উদ্ধার অভিযানে অংশ নেওয়ার সময় সাভোয়া অঞ্চলের বোনভিলা শহরের কাছে বিধ্বস্ত হয়।
কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা পরিষ্কার নয়, কিন্তু কর্মকর্তারা খারাপ আবহাওয়ার কারণে এটি ঘটে থাকতে পারে বলে জানিয়েছেন।
বিপদ সঙ্কেত জানানোর পর পাইলট হেলিকপ্টারটি থেকে বের হয়ে আসতে সক্ষম হন। তাকে উদ্ধার করা হয়েছে। তিনি গুরুতর আহত হয়েছেন।
হেলিকপ্টারটি যে বেসরকারি কোম্পানির মালিকানাধীন সেটি ফ্রান্সজুড়ে তল্লাশি ও উদ্ধার অভিযানে চালানোর পাশাপাশি অন্যান্য সেবাও দিয়ে থাকে।
ইউরোকাপ্টার ইসি১৩৫ হেলিকপ্টারটি এক হাজার ৮০০ মিটার উপর থেকে পড়ে যায় বলে ফ্রান্সের কর্তৃপক্ষগুলো জানিয়েছে।
হেলিকপ্টারটিতে দুই জন পাইলট (একজন প্রশিক্ষণরত), দুই জন উয়িঞ্চ অপারেটর ও দুই জন মাউন্টেইন রেসক্যু কর্মী ছিলেন।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে তিনটি হেলিকপ্টার পাঠানো হয়। সেগুলোতে ৪০ জনেরও বেশি উদ্ধারকর্মী ছিলেন। কিন্তু কুঁয়াশার কারণে হেলিকপ্টারগুলো ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। উদ্ধারকর্মীরা হেঁটে গিয়ে আহত পাইলটকে উদ্ধার করে নিয়ে আসেন।