নিউজ ডেস্ক: ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন চলাকালে পুলিশের গুলিতে দুজন নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় রাজধানী শহর প্যারিসে এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, একটি বেপরোয়া গাড়ি পুলিশের কর্মকর্তাদের টার্গেট করে এগিয়ে যাচ্ছিল। এমন অবস্থায় বাধ্য হয়ে গুলি চালালে গাড়িতে থাকা দুজন মারা যান। আহত হন আরও একজন।
নির্বাচন চলার সময় এমন ঘটনায় ছুটে আসেন অনেক পুলিশ সদস্য। প্যারিসের পাবলিক প্রসিকিউটর লরবেকুউ ঘটনাস্থলে ছুটে যান।ইতোমধ্যে তদন্তে নেমেছে প্রশাসন।
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মোড়ানো ছিল প্যারিস। যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়তি নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়। তারপরও বেশকিছু জায়গায় সহিংসতার খবর পাওয়া গেছে।