নিউজ ডেস্ক: ফ্রান্সে ধীরে ধীরে করোনার প্রকোপ কমে আসছে। কমছে মৃত্যু ও সংক্রমণের হার। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় দৈনিক মৃত্যুহারে বিশাল পতন লক্ষ্য করা গেছে। এদিন এ ভাইরাসে নতুন করে মাত্র ২৪২ জনের মৃত্যু হয়েছে। সংখ্যার বিচারে বড় অংক হলেও আগের দিনের চেয়ে এ মৃত্যুহার এক তৃতীয়াংশেরও কম বলে জানিয়েছে ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়।
সোমবার (২৭ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
খবরে বলা হয়, শেষ ২৪ ঘণ্টায় ফ্রান্সে করোনায় হাসপাতালগুলোতে ১৫২ জনের মৃত্যু হয়। এটি ৫ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। এছাড়া নার্সিং হোম ও কেয়ার সেন্টারগুলোতে ৯০ জনের মৃত্যু হয়েছে।
সব মিলিয়ে সরকারি হিসেবে দেশটিতে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৮৫৬ জনে। মোট শনাক্ত ১ লাখ ৬২ হাজারের বেশি। এর মধ্যে গুরুত অবস্থায় আছেন প্রায় ৪ হাজার ৭০০ জন। সেরে উঠেছেন প্রায় ৪৫ হাজার।
ফ্রান্সে দিন দিন করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও তুলনামূলক কমছে বলে খবরে জানানো হয়। দেশটিতে মার্চের মাঝামাঝি থেকে কঠোর লকডাউন চলছে। তবে করোনার প্রকোপ কমতে থাকায় লকডাউন কী করে শিথিল করা যায় তা ভাবছে সরকার।
আন্তর্জাতিক পরিসংখ্যান সংস্থা ওয়ার্ল্ডোমিটারের মতে, বিশ্বব্যাপী এখন পর্যন্ত প্রায় ৩০ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২ লাখ ৭ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। সেরে উঠেছেন ৮ লাখ ৮১ হাজারের বেশি মানুষ।