নিজস্ব প্রতিবেদক: ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরের সাররজি এলাকায় গত শনিবার জালাল (৩০) নামের এক বাংলাদেশি যুবকের মৃতদেহ পাওয়া গেছে।
তার এক পরিচিত জনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মত কাজের মধ্যাহ্নবিরতিতে তিনি বিশ্রামে যান কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে যাবার পরও তিনি যখন ফিরে না আসায় তার খোঁজ করেন সহকর্মীরা।
পরে খোঁজ নিয়ে মৃতদেহ তার কক্ষে পাওয়া যায়। তিনি ফ্রান্স সরকারের দেয়া একটি বাসায় বসবাস করতেন। এক ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার সাথে বসবাসকারী দুই আফ্রিকান ও এক বাংলাদেশিকে পুলিশ ধরে নিয়ে গেছে। তবে তাকে হত্যা করা হয়েছে নাকি অন্য কোন কারণে তার মৃত্যু হয়েছে এ বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে তিনি হত্যার শিকার হতে পারেন। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। নিহত জালালের বাড়ি সিলেটের আখালিয়া এলাকায় বলে জানা গেছে।