নিউজ ডেস্ক: এভিয়েন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পির শারীরিক অবস্থায় আগের চেয়ে অনেকটা ভালো।
মঙ্গলবার তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিইউ বিভাগের অধ্যাপক ডা. একে কামরুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (৩০ ডিসেম্বর) ডা. হুদা জানান, ফজিলাতুন্নেসা বাপ্পি এইচওয়ানএনওয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত। এ ভাইরাস বিশ্বব্যাপী সোয়াইন ফ্লু ভাইরাস হিসেবে পরিচিত হলে এশিয়া মহাদেশের দেশগুলোতে এটি এভিয়েন ফ্লু হিসেবে পরিচিত।
প্রসঙ্গত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ও সাবেক সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পি সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্বও পালন করেছেন।