1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

প্রথমবার ফ্রান্সে গান শোনানোর আমন্ত্রণ পেলো শিরোনামহীন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৬ মার্চ, ২০২২

নিউজ ডেস্ক: এই মহামারিকালেও মঞ্চ উপস্থিতি, নতুন গান প্রকাশ এবং সফলতার ধারাবাহিকতায় সবচেয়ে এগিয়ে ব্যান্ড শিরোনামহীন।

তারই প্রতিধ্বনি এবার পৌঁছে যাচ্ছে এশিয়া ছাড়িয়ে ইউরোপে। প্রথমবার ফ্রান্সে গান শোনানোর আমন্ত্রণ পেলো এই ব্যান্ড। এমনটাই জানালেন দলনেতা জিয়াউর রহমান।

২৯ মার্চ ঢাকা থেকে প্যারিসের উদ্দেশে উড়াল দেবেন ব্যান্ডের সদস্যরা। আর ৩০ মার্চ মাতাবেন প্যারিস শহরের অদূরে অনিন্দ্য সুন্দর প্রকৃতির বুকে মাইসন ডি রিসিপশনস-এ।

জিয়াউর রহমান বলেন, ‘এই আমন্ত্রণ শিরোনামহীনের জন্য বিরল সম্মানের। এটাই আমাদের প্রথম ইউরোপ সফর।’

আরও জানান, প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে দুই দেশের সাংস্কৃতিক মেলবন্ধনের জন্যই এই কনসার্টের আয়োজন। এতে শ্রোতা হিসেবে হাজির থাকবেন বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকদের পাশাপাশি ফ্রান্স ডেলিগেটরা।

এদিকে শিরোনামহীন সদস্যরা ঢাকা ছাড়ার আগে ২৬, ২৭ ও ২৮ মার্চ টানা তিনটি কনসার্টে অংশ নেবেন চট্টগ্রামে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys