আমাদেরকথা ডেস্ক: দেশীয় কাপড়ের বিপুল সমারোহ নিয়ে এবার রাজধানী প্যারিসে বাংলাদেশী কাপড়ের প্রতিষ্ঠান বিডি বস তাদের দ্বিতীয় শাখা উদ্বোধন করেছে ।
সার্সেল’র পর এবার বাংলাদেশী অধ্যূষিত গার্দু নর্দে নতুন এই শাখা খোলা হয়।
গত রোববার বিকেল ৫ ঘটিকায় ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা করে নতুন এই শাখা।
এখানে দেশীয় ঐতিহ্যবাহী পায়জামা, পাঞ্জাবি ফতোয়ার পাশাপাশি আধুনিক ফ্যাশনের সব ধরনের কাপড়সহ সুগন্ধি প্রসাধনী পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটির রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিক ইমরান মাহমুদের সঞ্চালনায় উদ্বোধনী সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ব্যবসা-বাণিজ্যের প্রসার যত বেশি হবে, কমিউনিটির অর্থনৈতিক ভীত তত মজবুত হবে।
এ সময় তারা প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আবু হাসান বলেন, “ক্রেতাদের আস্থা ও বিশ্বাস নিয়ে হাটি হাটি পা পা করে বিডি বস এগিয়ে যাচ্ছে , দেশীয় ঐতিহ্যের পোশাকের পাশাপাশি মূলত ব্যবসার মাধ্যমে প্রবাসে দেশকে তুলে ধরাই আমাদের লক্ষ্য।” অনুষ্ঠানে উপস্থিত সবাইকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে দেশীয় ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার দিয়ে আপ্যায়িত করা হয়।
উল্লেখ্য ,নতুন এই শাখা উদ্বোধন উপলক্ষে বেশ কিছু পণ্যের উপর ৫০% পর্যন্ত ছাড়ের অফার দেয়া হয়েছে যা চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত।