নিউজ ডেস্ক: পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বাগদত্তা ক্যারি সাইমন্ডস । আরটিআই ও মিরর এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। তিনি জানান, সুস্থ সন্তানের জন্মের কথা শুনে প্রধানমন্ত্রী ও সায়মন্ডস দুইজনেই বেশ রোমাঞ্চিত অনুভূতি প্রকাশ করেছেন এবং জাতীয় স্বাস্থ্য সংস্থার প্রসূতি বিভাগকে ধন্যবাদ জানান।
সাইমন্ডস দীর্ঘদিন ধরে বরিসের রাজনৈতিক সতীর্থ। মার্চের শুরুতে জনসন তাকে বিয়ে করতে যাওয়ার ঘোষণা দিলেও দিনক্ষণ জানাননি। সম্প্রতি করোনা থেকে সুস্থ হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ৩২ বছর বয়সী সাইমন্ডস টুইটারে নিজেও করোনা আক্রান্ত বলে জানিয়েছিলেন। তবে কয়েকদিন বিশ্রামের পর তিনি ভাল হয়েছেন বলে জানিয়েছিলেন।