1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে শিশুতোষ ‘ইপিএস কমিউনিটি মেধা অন্বেষণ’ অনুষ্ঠান সম্পন্ন অভিভাবক সমাবেশে শিক্ষার আলো ছড়াল বাংলাদেশ কমিউনিটি মসজিদ প্যারিসে ২৫তম ট্রপিক্যাল কার্নিভাল উদযাপন ফ্রান্সের চাহিদাসম্পন্ন পেশার জন্য দরকারি তথ্য সিভি জমার মধ্য দিয়ে ফ্রান্স বিএনপি নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে হতাশা প্রকাশ ভারতের রহস্যজনক মৃত্যু ‘কাটা লাগা’খ্যাত শেফালির আবারো ইরান হামলার হুমকি ট্রাম্পের! ষড়যন্ত্র আর নোংরামি আর যেসব অভিযোগ এনে ‘বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম’ ছাড়লেন উমামা প্যারিসে বর্ণিল আয়োজনে স্বরলিপি শিল্পী গোষ্ঠীর মনোমুগ্ধকর বৈশাখী মেলা

পপি কি বিয়ে করেছেন?

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরে আড়ালে রয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তার আড়ালে থাকার কারণে বিপাকে পড়েছেন কয়েকজন নির্মাতা ও প্রযোজক। কারণ পপির কারণে কিছু সিনেমার কাজ আটকা পড়ে আছে। এছাড়াও নতুন কয়েকটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন এই চিত্রনায়িকা। ফলে প্রস্তুতি থাকা সত্ত্বেও সেগুলোর কাজ শুরু করতে পারছেন না তারা।

এদিকে বেশ কয়েকমাস আগেই গুঞ্জন রটে, বছরখানেক আগে ষাটোর্ধ্ব বিবাহিত এক প্রকৌশলীকে বিয়ে করেছেন পপি! স্বামীকে নিয়ে রাজধানীতে বিলাসবহুল একটি ফ্ল্যাটে ঊঠেছেন তিনি। যদিও বিষয়টি নিয়ে এই নায়িকার পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। এমনকি এ বিষয়ে কিছুই জানে না তার পরিবারের লোকজনও। পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো, পপি কোথায় আছে বা বিয়ে করেছেন কি-না সে বিষয়ে তারা কিছুই জানেন না। কারণ পপির সঙ্গে তাদেরও যোগাযোগ নেই। আত্মীয় স্বজনদের কাছেও তার খোঁজ নেই।

এরই মধ্যে কথা উঠেছে, পপি সন্তানসম্ভবা! সে কারণেই আড়ালে আছেন তিনি। এমনটা বলছে সিনেমাপাড়ার অনেকেই। এর আগে, এত দীর্ঘ সময় আত্মগোপনে কখনো যাননি পপি। তার এই আড়ালে চলে যাওয়া নিয়ে গুঞ্জন ঢালপালা ছড়াচ্ছে। গণমাধ্যমকর্মী থেকে শুরু করে চিত্রনির্মাতারাও বলছেন পপি বিয়ে করেছেন! আর বিয়ে না করলে, এতদিন ঠিকই আড়াল ভাঙতেন তিনি। উৎসুক কেউ কেউ পপির বাসায় খোঁজ নিয়ে জানতে পেরেছেন তিনি বাবা-মায়ের সঙ্গেও থাকছেন না। তাহলে কি চারপাশে ছেয়ে যাওয়া গুঞ্জন সত্যি! তার সহকর্মী ও ভক্তদের প্রত্যাশা পপির জীবনে যাই ঘটুক না কেন, তিনি শিগগিরই ফিরবেন। সব জল্পনা-কল্পনার অবসান ঘটাবেন।

উল্লেখ্য, গত বছর জুনে পপি সবশেষ ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমায় কাজ করেন। সিনেমাটির প্রায় ২০ শতাংশ কাজ এখনো বাকি। পপির জন্য আটকে আছে বাকি অংশের কাজ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys