নিউজ ডেস্ক: পঞ্চমবার কন্যা সন্তানের বাবা হয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদি। ১৪ ফেব্রুয়ারি সন্তান কোলে নিয়ে ভক্তদের জন্য একটি ছবি টুইটারে শেয়ার করেছেন তিনি। ছবিতে আফ্রিদির হাসিই বলে দিচ্ছে, নতুন অতিথির আগমনে তিনি কতটা খুশি।
সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে আফ্রিদি লেখেন, ‘উপরওয়ালার আশীর্বাদ আর কৃপা আমাদের উপর রয়েছে। আমার চার কন্যা রয়েছে। এবার পঞ্চম কন্যা এল আমার জীবনে। শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সুখবরটা শেয়ার করলাম।’
পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি ২০০০ সালে তার কাজিন নাদিয়াকে বিয়ে করেন। তার চার মেয়ের নাম আকসা, অংশা, আজওয়া এবং আসমারা। পঞ্চমজনের নাম ভক্তদের জানাননি এ তারকা ক্রিকেটার।
কিছুদিন আগে নিজের আত্মজীবনী প্রকাশ করেছেন শহীদ আফ্রিদি। তার বই থেকে জানা গেছে, আফ্রিদি তার মেয়েদের ক্রিকেটার বানানোর ব্যাপারে একেবারেই আগ্রহী নন।