1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন

নতুন সম্পর্কে জড়িয়েছেন নুসরাত ফারিয়া!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকাই চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বর্তমানে সিনেমার কাজ নিয়ে তেমন সরব নেই বললেই চলে। তবে তার ব্যক্তিগত জীবন মাঝে মাঝেই চলে আসে আলোচনায়।

 

এই মুহূর্তে কোনো ছবির কাজ হাতে না থাকায় নিজেকে সময় দিচ্ছেন নুসরাত ফারিয়া। ব্যস্ততা না থাকায় আছেন একরকম ছুটির মেজাজেই। বেশ অনেকদিন ধরেই অবস্থান করছেন দেশের বাইরে। সেখান থেকে তার অবকাশ যাপনের ছবি অনুরাগীদের মাঝে ভাগ করে নেন নায়িকা।

এরই মধ্যে এই নায়িকাকে নিয়ে শুরু হল চর্চা। তিনি নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন! যদিও নুসরাতের সম্পর্ক নিয়ে স্পষ্ট কোনো খবর নেই। বছর কয়েক আগে নায়িকার বাগদানের খবর শোনা যায়। সেই বাগদান নাকি হয়েছিল নায়িকার ১০ বছরের সম্পর্কে থাকা এক প্রেমিকের সঙ্গে। কিন্তু সেই সম্পর্কও একসময় ইতি টানে। তা নিয়ে বেশ ভেঙেও পড়েন নুসরাত। ১০ বছরের সেই সম্পর্ক ছিন্ন হওয়ার অনুভূতি জানিয়ে নুসরাত বলেছিলেন, ‘এত দীর্ঘ সময়ের জার্নি। কত কথা, কত স্মৃতি! মন খারাপ হওয়াটা তো স্বাভাবিক।’

 

এরপর আর নতুন কোনো সম্পর্কে জড়াতে দেখা যায়নি নুসরাত ফারিয়ার। তবে তিনি নাকি বিবাহিত, তার একটি সংসার রয়েছে! এমন জল্পনার যদিও স্পষ্ট কোনো তথ্য মেলেনি। যদিও ধরেই নেওয়া হচ্ছে এই মুহূর্তে সিংগেল লাইফ কাটাচ্ছেন নুসরাত ফারিয়া। এদিকে মাস কয়েক আগে জল্পনা ওঠে, আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন নুসরাত ফারিয়া! যদিও বিদেশে তারা একসঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন বলে এমন জল্পনা চাউর হয়।

তবে এবারের খবর, সত্যিকার অর্থেই এক নতুন সম্পর্কে জড়িয়েছেন নুসরাত ফারিয়া। সম্প্রতি সামাজিক মাধ্যমে এমনটিই জানালেন তিনি। তবে এই সম্পর্ক কোনো ব্যক্তির সঙ্গে নয়! তাহলে কিসের সঙ্গে সম্পর্কে জড়ালেন নুসরাত ফারিয়া?

শুক্রবার এক ফেসবুক পোস্টে নুসরাত কয়েকটি ছবি ভাগ করে নেন। বিভিন্ন রেস্তোরাঁয় বসে ছবিগুলো শেয়ার করেন তিনি। সেখানে দেখা যায়, খাবার টেবিলে বসে নুসরাত, সঙ্গে বিভিন্ন ভঙ্গিতে পোজ। টেবিলে রাখা প্লেট চামচের মত সরঞ্জাম। বোঝা গেল, বেশ ভোজনবিলাসী এই ঢাকাই নায়িকা। তাই তো ক্যাপশনে লিখেই দিলেন, ‘ইন এ রিলেশনশিপ উইথ ফুড’। মানে, খাবারের সঙ্গে সম্পর্কে জড়ালেন তিনি!

 

নায়িকার এই পোস্ট দেখে অনুরাগীরা বেশ মজা পেলেও তার বিভিন্ন পোজ, লুক ও সাজ আশাকের প্রশংসা করেন।

 

নুসরাত ফারিয়াকে সবশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ দেখা গেছে। শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত। যদিও গত ৫ আগস্ট দেশের পট পরিবর্তনের পর থেকে বেশ কটাক্ষ ও তোপের মুখে পড়তে হচ্ছে নায়িকাকে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys