1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৩১ পূর্বাহ্ন

ধর্ষণের পর শ্বাসরোধে স্কুলছাত্রীকে হত্যা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৮ মে, ২০২০

নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ৪র্থ শ্রেণির ছাত্রী সুবর্ণা সরকারকে (৯) ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করেছে এক ঘাতক। পরে হত্যাকারীকে গ্রেপ্তারের পর আজ সোমবার বিকেলে হবিগঞ্জের আদালতে ১৬৪ ধারায় জবানবিন্দতে ঘটনার দায় স্বীকার করেছে ঘাতক রিংকু সরকার (২১)। তার দেওয়া তথ্য অনুযায়ী একটি ডোমা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, গত ১৫ মে সন্ধ্যায় বানিয়াচং উপজেলার ছিলারাই গ্রামের মৃত ধনঞ্জয় সরকারের ছেলে প্রভাত সরকারের ৪র্থ শ্রেণি পড়ুয়া মেয়ে সুবর্ণা সরকার বাড়ি থেকে নিখোঁজ হয়। ঘটনার দুইদিন পর গতকাল বিকেলে ভিকটিম ও তার পরিবারের লোকজন এবং স্থানীয় মেম্বারের সন্দেহ হলে ছিলারাই গ্রামের খগেন্দ্র সরকারের ছেলে রিংকু সরকারকে আটক করে। বিষয়টি বানিয়াচং থানায় অবগত করলে আমরা তাকে থানায় নিয়ে আসি। পরে তাকে জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করে।

রিংকু সরকার জানায়, সে ১৫ মে রাতে বাড়ির পূর্ব পাশে একটি ধানের খলায় সুবর্ণা সরকারকে ধর্ষণ করার পর শ্বাসরোধ করে হত্যা করে লাশ ডোবার পানিতে ফেলে দেয়। তার দেওয়া তথ্য অনুযায়ী গতকাল বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে সুবর্ণা সরকারের পিতা প্রভাত সরকার বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব প্রদান করা হয় এসআই আব্দুস সাত্তারকে।

তিনি আরো জানান, সোমবার বিকেলে আসামি রিংকু সরকারকে আদালতে উপস্থিত করলে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধান এর কাছে সে ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। হবিগঞ্জের আদালত পরিদর্শক আল আমিন এই তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys