নিউজ ডেস্ক: বিশ্বের পাঁচ পরাশক্তির তিন দেশ– যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যে ‘ব্যয়বহুল’ অস্ত্র প্রতিযোগিতা নিয়ন্ত্রণে আনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে টেলিফোনে কথা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্বের এ দুই শীর্ষ নেতার মধ্যে ফোনালাপ হয়। হোয়াইট হাউসের বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বিবৃতিতে বলা হয়েছে, পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা রুখতে ‘নিউ স্টার্ট ট্রিটি’ নবায়নের জন্য কাজ করছে ওয়াশিংটন ও মস্কো। নতুন কৌশলগত অস্ত্র হ্রাসে ২০১১ সালে দেশ দুটির মধ্যকার সম্পাদিত হয় এই চুক্তি, যা শেষ হবে ২০২১ সালে।
তবে পারমাণবিক অস্ত্র কার্যক্রম রোধে এখন পর্যন্ত ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করে আসছে চীন। দেশটির দাবি, তাদের পারমাণবিক কার্যক্রম যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় খুবই কম।
হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন, ভিয়েনায় অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি অনুযায়ী চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র ‘ব্যয়বহুল ত্রিমুখী অস্ত্র প্রতিযোগিতা’ থেকে সরে আসা যেতে পারে বলে আশা প্রকাশ করেছেন ট্রাম্প।