1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০১:৩৩ অপরাহ্ন

টানা ১০ দিনে কেউ মারা যায়নি চীনে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: একটানা গত ১০ দিন ধরে চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে নতুন করে সংক্রমিত হওয়ার ঘটনা ঘটেছে। তবে সে সংখ্যাও খুব কম।

আন্তর্জাতিক তদন্তের দাবি প্রত্যাখান করেছে চীন
চীনের ন্যাশনাল হেলথ কমিশন (এনএইচসি) জানায়, শনিবার দেশটিতে নতুন করে ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন যার মধ্যে ১১ জনই বিদেশফেরত। এছাড়া রাশিয়ার সীমান্তবর্তী হেইলংজিয়াং প্রদেশে একজন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন।

স্বাস্থ্য কমিশন আরও জানায়, বর্তমানে সেখানে মাত্র ৮৩৮ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন এবং করোনা আক্রান্ত সন্দেহে আরও এক হাজার মানুষকে আইসোলেশনে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তবে রোববার নাগাদ চীনে চিকিৎসাধীন থাকা করোনা রোগীর সংখ্যা আরও কমে এসেছে।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যান বলছে, চীনে এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা মাত্র ৮০১ জন। এদের মধ্যে ৫১ জনের অবস্থা সঙ্কটাপন্ন।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল হিসাবে পরিচিত চীনে মোট আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৮২৭ জন। যার মধ্যে মারা গেছেন ৪ হাজার ৬৩২ জন। আর করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৭৭ হাজার ৩৯৪ জন।

চীন সরকার দ্রুতই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়েছে। ফলে বিগত ১০ দিন ধরে সেখানে করোনায় কেউ মারা যায়নি। আর আক্রান্তের সংখ্যাও অনেক কমেছে।

সূত্র: ওয়ার্ল্ডোমিটার

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Ka Kha IT