নিউজ ডেস্ক: হাজার হাজার পুরুষ নগ্ন হয়ে হাজির হয়েছেন জাপানের ‘হাডাকা মাতসুরি’ উৎসবে। জাপানের হনশু দ্বীপে প্রতি বছর এভাবে নগ্ন হয়ে উৎসব পালন করেন পুরুষরা।
আয়োজকরা বলছেন, ভেদাভেদ ভুলে সামাজিক জীবনে সমৃদ্ধ হতে এবং উন্নতির লক্ষ্যে এ ধরনের আয়োজন। সর্বস্তরের পুরুষরা সেখানে যোগ দিতে পারেন।
জানা গেছে, নগ্ন হয়ে সেখানে যাওয়ার পর সবার উদ্দেশ্য থাকে কাঠের তৈরি ‘শিঙ্গি’ পাওয়ার। আর ওই শিঙ্গি ভিড়ের মধ্যে ফেলে দেন যাজকরা। উৎসবের দিন একশ বান্ডেল শিঙ্গি ভিড়ের মধ্যে ফেলা হয়।
যারা ওই শিঙ্গি পান, তারা মনে করেন অত্যন্ত ভালোভাবে বছরটি পার হয়ে যাবে। তার পরের বছর আবারো শিঙ্গি এবং সৃষ্টিকর্তার কৃপা লাভের আশায় নগ্ন হয়ে উৎসবে হাজির হন পুরুষরা।
নগ্ন হয়ে প্রায় ঘণ্টাব্যাপী গোসল সেরে উঠে যাওয়ার মধ্য দিয়ে উৎসব শেষ হয়।