নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই মহামারির বিরুদ্ধে লড়ছেন মাশরাফি বিন মুর্তজা। সংসদ সদস্য হিসেবে নিজ এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন নানাভাবে। তবে করোনার বিরুদ্ধে মাশরাফির যুদ্ধের ধরণ এখন বদলে গেছে। কোভিড–১৯ পজিটিভ হয়ে এখন তিনি প্রত্যক্ষভাবেই করোনার বিরুদ্ধে লড়ছেন।
মাশরাফির চিকিৎসা আপাতত বাসাতেই চলছে। তবে চিকিৎসকদের কাছে পুরোনো শ্বাসকষ্টের সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি নিজেই। মাশরাফির পরিবারও চাইছে কিছু পরীক্ষা করাতে। সে জন্য যেকোনো সময়ে তাঁকে হাসপাতালেও যেতে হতে পারে। তবে এ নিয়ে কিছু বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় আজ এক ফেসবুক স্ট্যাটাসে মাশরাফি স্পষ্ট করেছেন তাঁর অবস্থা , ‘আমি এখন পর্যন্ত শারীরিকভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করছি। কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক। …কোনো কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ধরনের সংবাদে আপনারা বিচলিত হবেন না।’
মাঠের লড়াকু মাশরাফির এবারের যুদ্ধটা করোনাভাইরাসের বিরুদ্ধে। যে যুদ্ধ আসলে করছে গোটা বিশ্বের মানুষই। বাংলাদেশের সাবেক অধিনায়কের কন্ঠে সেই যুদ্ধ জয়ের ডাক, ‘সবাই আমার জন্যে দোয়া করবেন। সবাইকে একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে।’