নিউজ ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আশঙ্কা প্রকাশ করে বলেছেন, তাকে কারাগারে ধীরে ধীরে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করা হতে পারে।
বুধবার ইসলামাবাদ পুলিশ লাইনসে অস্থায়ীভাবে স্থাপিত বিশেষ আদালতে (অ্যাকাউন্টেবিলিটি কোর্ট) ইমরান খান তার এই আশঙ্কার কথা জানিয়েছেন। খবর জিও টিভির।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান আদালতকে বলেন, কর্তৃপক্ষ এমন একটি ইনজেকশন দেয়, যাতে ব্যক্তি ধীরে ধীরে মারা যায়।
কারাগারে থাকাবস্থায় ব্যক্তিগত চিকিৎসক ফয়সাল সুলতানের কাছ থেকে চিকিৎসাসেবা নিতে চান বলে আদালতকে জানান ইমরান খান।
আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গত মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের হাইকোর্ট চত্বর থেকে ইমরান খানকে গ্রেফতার করা হয়।
বুধবার তাকে ইসলামাবাদ পুলিশ লাইনসে স্থাপিত বিশেষ আদালতে হাজির করে ১৪ দিনের রিমান্ড চায় জাতীয় জবাবদিহি ব্যুরো (ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো-এনএবি)। আদালত তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বছরের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে ইমরান খানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হয়।
গত বছরের নভেম্বরে হত্যার উদ্দেশ্যে ইমরান খানের ওপর হামলা হয়। এ হামলার পেছনে একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর হাত রয়েছে বলে অভিযোগ করেন ইমরান খান।