নিউজ ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসে শুধু ইউরোপ মহাদেশেই শনিবার পর্যন্ত এক লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বব্যাপী মোট মৃত্যু এক লাখ ৬০ হাজার। করোনায় ইউরোপই এখন পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহাদেশ।
শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপ মহাদেশের ইতালিতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। এর পরেই রয়েছে স্পেনের অবস্থান।
ইতালিতে এখন পর্যন্ত মারা গেছে ২৩ হাজার ২২৭ জন, আক্রান্ত ১ লাখ ৭৫ হাজার ৯২৫ জন। এছাড়া স্পেনে মারা গেছে ২০ হাজার ৬৩৯ জন, আক্রান্ত ১ লাখ ৯৪ হাজার ৪১৬ জন।
এছাড়া ফ্রান্সে মারা গেছে ১৯ হাজার এবং ব্রিটেনে ১৫ হাজার।
তবে আশার কথা, স্পেনে মৃত্যু এবং সংক্রমণের মাত্রা দ্বিতীয় দিনের মতো কমেছে। এ অবস্থায় দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, তিনি লকডাউনের মেয়াদ বাড়াবেন।
এদিকে করোনায় সংক্রমণ আগের দিনের চেয়ে অনেক বেশি বেড়েছে ফ্রান্সে। ব্রিটেনেও নতুন সংক্রমণ সংখ্যা ৫৫ হাজার এবং এ দেশটি এখন বিশ্বের পঞ্চম ক্ষতিগ্রস্ত দেশ।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর একে একে এখন পর্যন্ত বিশ্বের ১৮০ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।