নিউজ ডেস্ক: মেঘলা আবহাওয়া তার সাথে একদফা বৃষ্টি। শীতে শীতে শুরু হয়েছিল সিলেটের আজকের সকাল। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এর মধ্যেই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এসে হাজির অনুশীলন করতে। কেননা কাল থেকেই শুরু হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আরও একটি নতুন সিরিজ টাইগারদের সামনে অপেক্ষারত, তখন বরাবরের মতোই আলোচনায় আসছে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের বিষয়টি।
বিশ্ব চ্যাম্পিয়নদের যেভাবে ধবলধোলাই করেছে টিম টাইগার্স, তারপর স্বাভাবিকভাবেই বাংলাদেশ দলের মধ্যে আত্মবিশ্বাস কাজ করছে। প্রতিপক্ষ যখন আয়ারল্যান্ড, তখন সে আত্মবিশ্বাসে অতি আত্মবিশ্বাসে পরিণত হতেই পারে।
প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে অবশ্য এ ক্ষেত্রে বেশ সতর্ক। আজ সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদের সেটি মনে করিয়ে দিলেন এভাবে, ভেরি ডেঞ্জারাস। আমরা আয়ারল্যান্ডকেও ইংল্যান্ডের মতো করেই সমীহ করছি। আমি নিশ্চিত করে বলতে পারি, আপনার মতো করে (আত্মবিশ্বাসের) চিন্তা করাটা কতটা ভুল হবে আমার ক্যারিয়ারের জন্য। আমরা আয়ারল্যান্ডকে মোটেও হালকাভাবে নিচ্ছি না।
আয়ারল্যান্ড সিরিজের আগে দুই দিন অনুশীলনের সময় পেয়েছে বাংলাদেশ দল। তবে দুটি অনুশীলন সেশনই ছিল ঐচ্ছিক। জাতীয় দলের ক্রিকেটারদের অনেকেই ইংল্যান্ড সিরিজ শেষে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছেন। হাথুরুসিংহেও নেটে অনুশীলনের চেয়ে ম্যাচ খেলার প্রস্তুতিকে গুরুত্ব দিলেন।
আয়ারল্যান্ড সিরিজটি বাংলাদেশের জন্য বেঞ্চের শক্তি পরীক্ষা করার মঞ্চও। এ সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ মাহমুদউল্লাহকে। তাঁর জায়গায় খেলানো হবে ইয়াসির আলী অথবা তৌহিদ হৃদয়ের মধ্যে যেকোনো একজনকে। পেসারদেরও বিশ্রাম দিয়ে খেলানোর পরিকল্পনার কথা জানিয়েছেন হাথুরুসিংহে। তবে তাতে সিরিজ জয়ের মূল লক্ষ্য থেকে চোখ সরছে না বাংলাদেশ দলের।