নিজস্ব প্রতিবেদক: আজ আমাদেরকথার সম্পাদক লুৎফুর রহমান বাবুর জন্মদিন। তিনি তার পাঠকের উদ্দেশ্যে বলেছেন, “নতুন বছরে সবকিছু নব উদ্যোমে হচ্ছে, আমাদেরও নতুন পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলতে হচ্ছে।”
”প্রযুক্তির উন্নয়নের সঙ্গে আমরাও আমাদের প্রত্রিকাকে আরও ঢেলে সাজাবার প্রক্রিয়ায় প্রতিজ্ঞাবদ্ধ। পাঠকের কাছাকাছি পৌঁছাবার চেষ্টা আমাদের সবসময় গতিময় রয়েছে। তাদের পাশে থাকা আমাদের অনুপ্রেরণা যোগায় প্রতিনিয়ত।”
জন্মদিন নিয়ে কবিগুরু বলেছেন-
আজ মম জন্মদিন। সদ্যই প্রাণের প্রান্তপথে
ডুব দিয়ে উঠেছে সে বিলুপ্তির অন্ধকার হতে
মরণের ছাড়পত্র নিয়ে। মনে হতেছে কী জানি
পুরাতন বৎসরের গ্রন্থিবাঁধা জীর্ণ মালাখানি
সেথা গেছে ছিন্ন হয়ে; নবসূত্রে পড়ে আজি গাঁথা
নব জন্মদিন। জন্মোৎসবে এই-যে আসন পাতা
হেথা আমি যাত্রী শুধু, অপেক্ষা করিব, লব টিকা
মৃত্যুর দক্ষিণ হস্ত হতে, নূতন অরুণলিখা
যবে দিবে যাত্রার ইঙ্গিত।