1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ২৪ জুলাই ২০২৪, ০৩:০৯ পূর্বাহ্ন

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের টিকিট কাটার নিয়ম

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

নিউজ ডেস্ক: আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সময় ঘনিয়ে আসছে। ইতোমধ্যে অনলাইন মাধ্যমে আসরের টিকিট কাটার পথ জানিয়ে দিয়েছে ক্রিকেটের সবচেয়ে বড় নিয়ন্ত্রক সংস্থা।

টিকিট বুকিং-এর জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করে দিয়েছে আইসিসি। যেখানে আগামী ২৫ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রি শুরু করা হবে।

আইসিসি ও আয়োজক বিসিসিআই এবারের বিশ্বকাপকে সামনে রেখে অনলাইনে কিছুটা ভিন্ন প্রক্রিয়ায় টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বকাপের টিকিট পেতে হলে প্রথমে আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। যারা অফিসিয়াল সাইটে রেজিস্ট্রেশন করবেন, তারাই অনলাইনে বিশ্বকাপের টিকিট কিনতে পারবেন।

মূলত ৭ দফায় বিক্রি হবে বিশ্বকাপের টিকিট। যদিও কোন ম্যাচের টিকিট কবে পাওয়া যাবে তা এখনও জানানো হয়নি। এই ৭ দফায় টিকিট পাওয়া যাবে ভারতের ওয়ার্ম-আপম্যাচ সহ অন্যান্য দেশের মূল পর্বের ম্যাচেরও।

এদিকে আগামী ১৫ সেপ্টেম্বর পাওয়া যাবে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের টিকিট। ভারতের গ্রুপ পর্বের যে ৯টি ম্যাচ, এই টিকিটগুলো ৫ দিনে বিক্রি করা হবে। এবারের বিশ্বকাপে থাকছে না ই-টিকিট। ফলে ফিজিক্যাল টিকিট কাটা বাধ্যতামূলক। বিশ্বকাপ টিকিটের রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন এখানে।

কোন ম্যাচের টিকিট কবে পাওয়া যাবে

২৫ আগস্ট : ভারতের ম্যাচ বাদে সব প্রস্তুতি ম্যাচ এবং মূল পর্বের ম্যাচ

৩০ আগস্ট : গুয়াহাটি ও তিরুবনন্তপুরমে ভারতের প্রস্তুতি ম্যাচের টিকিট

৩১ আগস্ট : চেন্নাই, দিল্লি ও পুনেতে ভারতের ম্যাচগুলোর টিকিট

১ সেপ্টেম্বর : লখনৌ, ধর্মশালা ও মুম্বাইয়ে ভারতের ম্যাচের টিকিট

২ সেপ্টেম্বর : বেঙ্গালুরু ও কলকাতায় ভারতের ম্যাচের টিকিট

৩ সেপ্টেম্বর : আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট

১৫ সেপ্টেম্বর : সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের টিকিট

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys